এইচএসসি পরীক্ষার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

দৈনিক আজাদী প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ০৬:৫৫

.tdi_2_312.td-a-rec-img{text-align:left}.tdi_2_312.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনা মহামারীর মধ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, কোনো সিদ্ধান্ত হলে সবাইকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না, তা জানানো হবে ২৫ আগস্টের পর। উল্লেখ্য, দেশে করোনা প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য জুনের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস খোলার অনুমতি দেওয়া হয়। তবে শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি কোনো প্রতিষ্ঠানকেই দেওয়া হয়নি। খবর বিডিনিউজের। এদিকে ভাইরাসের প্রকোপ শুরুর আগে এবারের এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হলেও ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে গেছে মহামারীর কারণে। বছর শেষে পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী এবং অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষা কবে, কীভাবে হবে, সে অনিশ্চয়তাও কাটেনি। মাহবুব হোসেন বলেন, আমরা যখনই পরীক্ষা নেব, প্রকাশ্যে একটি ঘোষণা দেব। এ নিয়ে গুজব ছড়ানোর কোন যৌক্তিকতা নেই। সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না পাওয়া পর্যন্ত এ বিষয়ে ‘কোনো মন্তব্য করা থেকে’ বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান সচিব। তিনি বলেন, শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন, আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিস দিয়ে সবাইকে জানাব। অপরদিকে আটকে থাকা এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানান সচিব।.tdi_3_772.td-a-rec-img{text-align:left}.tdi_3_772.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us