আবু ধাবিতে নিযুক্ত ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েল-আমিরাত চুক্তি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির বক্তব্যের প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে গত বৃহস্পতিবার শান্তিচুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার রুহানি মন্তব্য করেন, এ চুক্তি করে আমিরাত ‘বিরাট ভুল’ করেছে। আমিরাতের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্টের বক্তব্য ‘মেনে নেওয়া যায় না, এমন কথা উস্কানিমূলক; আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় এর মারাত্মক প্রভাব পড়তে পারে’।