আবার বিয়ের পিঁড়িতে মানালি

দৈনিক আজাদী প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:১৮

টলিউড অভিনেত্রী মানালি দে এবং পরিচালক-চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়ে প্রেম চলছিল অনেকদিন ধরেই। তবে এবার ঘোষণা না দিয়েই বিয়ে সেরে ফেললেন এ জুটি। ঘটা করে আনুষ্ঠানিক বিয়ে না হলেও আপাতত আইনি বিয়ে সেরে ফেলেছেন দু’জনে। ইনস্টাগ্রামে নিজেই সে ছবি শেয়ার করেছেন মানালি। ক্যাপশনে লিখেছেন, ‘রেজিস্টার্ড’। আইনি বিয়ের দিন একেবারে সাদাসিধে পোশাকেই দেখা গেল বর ও কনে দুজনকেই। মানালির পরনে সালোয়ার। পরিচালক অভিমন্যুও আইনি বিয়ের দিনে সাধারণ পোশাকেই উপস্থিত। । খবর বাংলানিউজের। ২০১২ সালে প্রথমবার সাতপাকে বাঁধা পড়েছিলেন মানালি। সেবার অবশ্য ঘটা করেই গায়ক সপ্তক ভট্টাচার্যের গাঁটছড়া বাঁধেন তিনি। বেশ কয়েকবছর সংসারও করেন। কিন্তু আচমকাই ফাটল ধরে দাম্পত্যে। বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন মানালি ও সপ্তক। ২০১৬ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় তাদের। এরপর বেশ কিছুদিন কাজ থেকেও বিরতি নিয়েছিলেন মানালি। তারপর আবারও পর্দায় ফেরা। ২০১৭ সালে অভিমন্যু পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী। এর সুবাদেই দুজনের সুসম্পর্ক গড়ে ওঠে। তবে অভিমন্যু কিংবা মানালি কেউই সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি। পরিবর্তে মানালির ইনস্টাগ্রাম শুধুই যেন অভিমন্যুময়। অভিমন্যুর সঙ্গে সুন্দর মুহূর্তের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মানালি। ঠিক যেমন বাদ পড়েনি আইনি বিয়ের ছবিও। আর তাই শুভানুধ্যায়ীরাও শুভেচ্ছায় সিক্ত করছেন তাদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us