You have reached your daily news limit

Please log in to continue


অর্ধশত বছর আগেও হংকং ছিল বাঘের আবাসস্থল!

হংকং অঞ্চলটি ২৬০টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত; যার মধ্যে প্রধানতম দ্বীপ হংকং। একসময় হংকং কৃষিজীবী ও মৎস্য শিকারিদের গ্রামপ্রধান অঞ্চল ছিল। বর্তমানে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থসামাজিক বাণিজ্যিক কেন্দ্র ও সমুদ্রবন্দর। গগনচুম্বী সব ভবনের জন্য বিশেষভাবে প্রসিদ্ধিও লাভ করেছে হংকং। অথচ মাত্র ৬০ বছর আগেও কৃষিজীবী ও মৎস্য শিকারিপ্রধান এই হংকং ছিল বাঘের আবাসস্থল! বর্তমান হংকংয়ের সঙ্গে সেখানে বাঘ থাকার বিষয়টি অনেকের পক্ষেই বিশ্বাস করা কঠিন। সর্বশেষ ১৯৬০ সাল পর্যন্ত হংকংয়ে বাঘের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। হংকংয়ের বাঘ নিয়ে গবেষণা করছেন সাংবাদিক জন সায়েকি। বাঘ নিয়ে সেই সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর, বইয়ের তথ্যচিত্র বিশ্লেষণ করে তিনি এসব তথ্য দিয়েছেন। হংকংয়ে বাঘ নিয়ে বিস্তারিত একটি বইও প্রকাশ করছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন