You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ায় করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

বগুড়ায় নতুন করে আরও ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট ৫ হাজার ৭৪২জন আক্রান্ত হলেন। তাদের মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। নিয়মিত ব্রিফিংয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম ১৫ আগস্ট জেলার দু’টি পিসিআর ল্যাবে করা ৩১৫টি নমুনা পরীক্ষার ফলাফল এবং ১৪ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, বগুড়ায় করোনা থেকে নতুন করে ৫৯ জন সুস্থও হয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন