আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল হাজারীর ফেনীর বাড়িতে গুলিবর্ষণ, হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার বিকালে দুই দফায় এ হামলা হয় বলে অভিযোগ করেন জয়নাল হাজারী।
তিনি বলেন, পুলিশের বাধার মুখে এবং প্রতিদ্বন্দি গ্রুপের প্রতিরোধে ১৫ আগষ্টের শোক দিবসের কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। তিনি জানান, শুক্রবার রাত ২টা থেকে ৩টার মধ্যে প্রতিদ্বন্দিরা তার বাড়িতে প্রবেশ করে।