সর্বজনীন বঙ্গবন্ধু

দৈনিক আজাদী প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ০৪:৪০

.tdi_2_585.td-a-rec-img{text-align:left}.tdi_2_585.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বঙ্গবন্ধু এক আদর্শিক চেতনার নাম। বিশালতার প্রতীক। বাঙালির রাখাল রাজা। যাঁর ডাকে ৭১’এ বাঙালি অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিল। জয়বাংলা ধ্বনিতে আকাশ-পাতাল কাঁপিয়েছিল। সেই সর্বজনীন বঙ্গবন্ধুকে রাজনৈতিক জ্ঞানহীন, রাজনৈতিক সংস্কৃতির চর্চাহীন লোভাতুর পরিবেশে বেড়ে উঠা একশ্রেণীর আওয়ামিলীগাররা “নিদিষ্ট বলয়ে” আটকে রাখার চেষ্টায় মহাব্যস্ত। তারা জানে না ৬৬’র ৬ দফা, ৭২’র সংবিধানের মূলমন্ত্র, ৭৫’র ১৫ আগস্ট হত্যাকান্ডের প্রথম প্রতিবাদের ইতিহাস। জানে না, ৭৫ পরবর্তী ২১ বছর স্বয়ং আওয়ামী লীগ রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে যেখানে ঠিকমতো ১৫ আগস্টের শোক পালন করতে পারতোনা তখনও অন্য একটি রাজনৈতিক দল নিয়মিত ভাবে ১৫ আগস্ট পালন করতো। তারা জানে না বঙ্গবন্ধু দর্শন। তারা শুধু হালুয়া রুটির হিসেবটুকুই ভাল জানে আর জানে দুঃসময়ে দূরে চলে যেতে।.tdi_3_955.td-a-rec-img{text-align:left}.tdi_3_955.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us