গ্রিসকে হুমকি এরদোয়ানের, আক্রমণ করলে কঠিন মূল্য দিতে
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০, ২১:০৬
গ্রিসকে হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের গ্যাস অনুসন্ধানকারী জাহাজে আক্রমণ করে ক্ষতি করলে তার জন্য কঠিন মূল্য দিতে হবে গ্রিসকে। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধান করার জন্য ওরুচ রেইস নামে একটা জাহাজ পাঠিয়েছে তুরস্ক। আর তা নিয়েই ন্যাটোর সদস্য দুই দেশ গ্রিস ও তুরস্কের মধ্যে শুরু হয়েছে নতুন করে বিরোধ। এই জাহাজ রোডস, কারপাথোস এবং কাস্টেলপারিসো দ্বীপের কাছে তেল ও গ্যাস অনুসন্ধান করবে। গ্রিসের দাবি, তুরস্ক আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে। আর তুরস্ক বলছে, তারা নিজের পানিসীমাতেই থাকছে। গ্রিস তাদের তেল ও গ্যাসের লাভের অংশ দিচ্ছে না।