একই সঙ্গে চার্জ হবে ল্যাপটপ ও স্মার্টফোন, সারা বিশ্বে ঝড় তুলছে ভারতীয় এই ছোট্ট চার্জিং ডিভাইস

এইসময় (ভারত) প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১৬:৪১

এই সময় ডিজিটাল ডেস্ক: ফোনের চার্জার থেকে তো রোজই ফোন চার্জ দিচ্ছেন। অনেকক্ষণ চার্জ দিচ্ছেন, সময়ের ধার না ধেরেই ইচ্ছেমতোই চার্জ দিচ্ছেন। এখন এই সব চার্জার থেকে বিপদও ঘটছে আকছারই। কখনও ব্যাটারি ফুলে ফেঁপে ঢোল হচ্ছে, তো কখনও আবার অতিরিক্তর চার্জিংয়ের কারণে বার্স্ট করছে সাধের স্মার্টফোনটাই। তবে এই মুহূর্তে বাজারে নানান সংস্থার এক্সটার্নাল চার্জারও রয়েছে। সেগুলি বেশ ভালো এবং নিরাপদও। সম্প্রতি মার্কেটে হাজির হয়েছে এমনই এক চার্জার। ভারতীয় এক সংস্থার দ্বারা তৈরি করা এই চার্জারটির নাম Stuffcool Napoleon GaN 65W PD। এটিই ভারতের প্রথম GaN (Gallium Nitride) চার্জার, যা এখন অনলাইনেও উপলব্ধ। ভারতেরই প্রথম কোনও ব্র্যান্ড এই ধরনের চার্জার নিয়ে হাজির হল। তবে এই চার্জারের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল, একই সঙ্গে ফোন, ল্যাপটপ-সহ অন্যান্য আরও ডিভাইস চার্জ দেওয়া যাবে এর সাহায্যে। দ্রুত চার্জিংয়ের অন্যতম সেরা ডিভাইস এই Stuffcool Napoleon GaN 65W PD সম্পর্কে আরও নানাবিধ তথ্যে নজর রাখা যাক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us