যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা রাজ্যে প্রতিদিনই বেড়ে চলেছে করোনায় মৃতের সংখ্যা। তবুও অফিসের কর্মকর্তাদের মাস্ক না পরার নির্দেশ দিয়েছেন রাজ্যটির শেরিফ। এছাড়া তার কার্যালয়ে এ সংক্রান্ত নিরাপত্তা তৎপরতাও নিষিদ্ধ করেছেন তিনি মঙ্গলবার প্রতিনিধিদের মেইল করে নতুন করে মাস্ক নিষিদ্ধের সিদ্ধান্ত জানান ফ্লোরিডার মধ্যাঞ্চলীয় ম্যারিওন কাউন্টির শেরিফ বিলি উডস।
মেইল বার্তায় বলা হয়, আমার কর্মচারি এবং আমার দফতরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন বা কাজ করার সময় আপনাদের মাস্ক পরতে হবে না। আমার এমন নির্দেশ বহাল থাকবে। তবে কারাগার, স্কুল, হাসপাতাল বা এ ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিসহ ব্যতিক্রম ক্ষেত্রে মাস্ক পরার সুযোগ রেখেছেন তিনি।