কর প্রদান আরও সরলীকরণ করতে নয়া প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনডিটিভি (ভারত) প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ১২:৪৪

"ভারতের কর ব্যবস্থার সংশোধন ও সরলীকরণ" করে দেশের মানুষের কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। "ট্রান্সপারেন্ট ট্য়াক্সেশান-অনারিং দ্য় অনেস্ট" বা "স্বচ্ছ কর ব্যবস্থা, স্বচ্ছ করদাতাদের সম্মান" (Transparent Taxation - Honoring The Honest) নামে একটি নতুন প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। কর (Income Tax) প্রদানে এই স্বচ্ছতা আসলে দেশের সৎ করদাতাদের সম্মান জানানোরই একটি প্রক্রিয়া, একথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করে আরও বলেন, "দেশের সৎ করদাতারা সবসময়ই দেশ গঠনে একটি বড় ভূমিকা পালন করেছেন ... আজ এই নয়া  সুযোগ-সুবিধাগুলো ওই সৎ করদাতাদের সম্মান জানানোর জন্য়ই, তাঁদের জন্যই সরকারের তরফে এই উদ্যোগ।"
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us