করোনাকালে ছোট্ট এই পোকা নিয়ে আতঙ্ক

সময় টিভি প্রকাশিত: ১২ আগস্ট ২০২০, ১১:১৩

করোনাকালে পোকার আক্রমণের আতঙ্কের কথা জানালেন ব্রিটেন চিকিৎসকেরা। এই পোকার কামড়ে যে কেউ পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসে পড়তে পারেন। খবর দ্য সানের। ব্রিটেনভিত্তিক জাতীয় ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত এ পোকার আক্রমণে দুজন হাসপাতালে ভর্তি। যা বিরল ঘটনা। চিকিৎসকেরা জানিয়েছেন পোকাটির কামড়ে একজনের বেবিওসিস রোগ হয়েছে। টিকের কামড় থেকে ব্রিটেনে এই প্রথম এমন রোগ হলো। বেবিওসিস সাধারণত এক প্রকার পরজীবীর কারণে হয়ে থাকে, যারা লোহিত রক্ত কণিকাকে সংক্রমিত করে।


টিবিই নামের আরেকটি রোগ হতে পারে, যাকে ভাইরাল ইনফেকশন বলে। এই ইনফেকশন সেন্ট্রাল নার্ভস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। রক্তচোষা এ পোকা সাধারণত এমন স্থানে কামড়ায় যেখানে সহজে তাদের দেখা যাবে না এবং ওই স্থানেই ঢুকে থেকে রক্ত খেতে থাকে। কামড়ানোর স্থানে র‌্যাশ হয়। প্রদাহ বা জীবাণু সংক্রমণ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us