পুষবেন? এই ৫ প্রজাতির কুকুরকে বাড়িতে নেওয়ার আগে হাজার বার ভাবুন!

এইসময় (ভারত) প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ১৭:৪৫

পশুপ্রেমী মানুষের সংখ্যা কি কম? পৃথিবীর বিভিন্ন দেশে জায়গা ভেদে পোষ্যদের পোষা হয়ে থাকে। আর পোষ্য হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত প্রাণী হল কুকুর। অসাধারণ স্বভাবগুণ আর প্রভু ভক্তির জন্যে কুকুরের খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। অনেকেই শখে কুকুর পোষেন, কেউ বা নিরাপত্তার কারণে। তবে কুকুরদের যেমন শান্ত স্বভাবের জন্যে নাম রয়েছে, তেমনি বহু প্রজাতির কুকুর তাদের ভয়ঙ্কর অ্যাটিটিউডের জন্যেও বিখ্যাত। কাউকে শত্রু ভেবে ফেললে তাকে শেষ না করা পর্যন্ত যেন তারা থামবেই না। তবে, পৃথিবীর সমস্ত পোষ্য কুকুর তাদের প্রভুকে খুশি করার চেষ্টা করে, একথা অস্বীকার করার উপায় নেই। পোষা কুকুররা তখনই আক্রমণ করে যখন তাদের ঠিক মতো ট্রেনিং দেওয়া হয় না বা তাদের ওপর অত্যাচার করা হয়। তবুও, বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অনেক প্রজাতির কুকুরের বিষয়ে বলে থাকেন, যাদের বাড়িতে রাখা অত্যন্ত ঝুঁকিবহুল। অনেকেই হয়ত এদের পোষেন, কিন্তু তা করতে গিয়ে প্রাণহানীর আশঙ্কাও তৈরি হয়। আজ জেনে নেওয়া যাক, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ৫ প্রজাতির কুকুরের বিষয়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us