সিলেট নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে গত ১১ বছরে ব্যয় করা হয় প্রায় দেড় হাজার কোটি টাকা। কিন্তু তাতেও মুক্তি মেলেনি নগরবাসীর। এছাড়াও সরকার থেকে বরাদ্ধ আসছে শতশত কোটি টাকা। কিন্তু নগরবাসীর মৌলিক সমস্যার তেমন একটা সমাধান হচ্ছে না। মেয়র ব্যস্ত সৌন্দর্য্যবর্ধন আর নামকরণ নিয়ে। ইতোমধ্যে তিনি ‘ইসলামী চত্বর’, ‘মাদানী চত্বর’, ‘সনাতন চত্বর’-এমন আরো কয়েকটি চত্বরের নামকরণের পরিকল্পনা নিয়েছেন।এরমধ্যে দু’একটি উদ্বোধনও হয়েছে। যদিও তিনি ‘কামরান চত্বর’ করতে গেলে মন্ত্রণালয়ের অনুমতির কথা বলেছিলেন, কিন্তু উদ্বোধনকৃত অন্য চত্বরগুলোর ক্ষেত্রে তার কোনো প্রয়োজন হয়নি।