আ.লীগে যোগ দিয়ে নিজের নামে এলাকার নাম করলেন বিএনপি নেতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৯:৩৫

জমির কাগজ, রেকর্ডসহ সরকারি সব কাগজপত্রে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের একটি এলাকার নাম মিজমিজি বাতানপাড়া।

এমনকি ওই এলাকার বসবাসকারীদের ভোটার আইডি কার্ডেও এলাকার নাম মিজমিজি বাতানপাড়া। কিন্তু ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানানো ব্যানারে এ এলাকার অর্ধেকাংশের নাম উল্লেখ করা হয়েছে ‘রওশন নগর’।

বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রওশন আলী তার নামে এলাকার নামকরণ করতে চালাচ্ছেন এ প্রচারণা।

এলাকাবাসীকে বাধ্য করছেন সাইনবোর্ড, বিভিন্ন কাগজে-কলমে ‘রওশন নগর’ লিখতে। রওশন আলী ২০১৮ সালের ২৩ ডিসেম্বর থানা আওয়ামী লীগের এক সমাবেশে আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগে যোগদান করেন।

সেই থেকে তিনি আওয়ামী লীগের কর্মী বলে এলাকায় পরিচয় দিয়ে আসছেন। অপারেশন ক্লিনহার্টের সময় অপারেশন ক্লিনহার্টে নেতৃত্ব দেয়া বাহিনী তার বিরুদ্ধে জমি দখল, জমির ভুয়া-নকল কাগজ তৈরির অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে তার তিন ট্রাঙ্ক জমির ভুয়া কাগজ পুড়িয়ে ফেলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us