‘চীন’ সৌরভকে ভাবাচ্ছে ‘প্ল্যান বি’ নিয়ে

প্রথম আলো প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৭:৩০

আইপিএল থেকে সরে গেছে চীনা মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিভো। তাদের সরে যাওয়াটা আচমকা ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। গত জুনে গালোয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই ভারতজুড়ে চীন বিরোধী মনোভাব তুঙ্গে। চলছে চীনা পণ্য বর্জনের প্রচারণা। সে কারণে বরং এবারের আইপিএলে ভিভোর পৃষ্ঠপোষক হিসেবে থাকাটাই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। তীব্র প্রতিক্রিয়ার মুখে ভিভো নিজেদের সুনামের কথা চিন্তা করেই সরে দাঁড়ায় শেষ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী অবশ্য ভিভোর এই ঘটনাটিকে ছোট্ট একটা ভুল হিসেবেই মনে করছেন। তাঁর মতে, এ ঘটনায় আইপিএল যে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে—ব্যাপারটা তেমন নয়।

২০১৮ সালে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি হয়েছিল। সে চুক্তি অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডকে ২ হাজার ১৯৯ কোটি রুপি দেওয়ার কথা তাদের। আইপিএলের মৌসুম প্রতি অঙ্কটা ৪৪০ কোটি রুপির মতো। গত বৃহস্পতিবার ভিভো আর বিসিসিআই সিদ্ধান্ত নেয় আগামী সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হওয়া আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে ভিভোর না থাকার ব্যাপারটি। এতে করে আইপিএল এ বছর ৪৪০ কোটি রুপি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিসিসিআই পাচ্ছে না ২২০ কোটি রুপি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোও মুখোমুখি হচ্ছে ক্ষতির।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us