ফতুল্লায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মানবজমিন প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ০০:০০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বন্যায় পানিবন্দি ৫০০ পরিবারের প্রত্যেককে ৫ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। স্থানীয় চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী গুলো প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ইউএনও পানিবন্দি মানুষের ঘরে গিয়ে পৌঁছে দেন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংহপুর এলাকায় এ ত্রাণ বিতরণ করেন। এদিকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ীতে পানি ঢুকে যায়। এতে মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কেউ মাছা বেঁধে ঘরে বসবাস করছে। আবার কেউ অন্য স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। আর ফতুল্লার কাশিপুর ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। তিনি সরকারী ত্রাণের অপেক্ষায় না থেকে নিজস্ব অর্থায়নে চালসহ শুকনো খাবার বিতরণ সিদ্ধান্ত নেয়। সেই ত্রাণসামগ্রী শুক্রবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের উপস্থিতিতে পানিবন্দী প্রায় ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার শামীম আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার এমদাদুল হক খোকা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নাজমুল হাসেম সাজন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, জুয়েল, সেলিম, ছাত্রলীগ নেতা মাহাবুব সৌরভ, যুবলীগ নেতা মো. শরীফ প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us