রান্নাঘরটা ভীষণ গরম। বিল্ডিংয়ের একেবারে ওপর তলায় থাকে নিরুরা। ছাদের গরমে জীবন অতিষ্ঠ হয়ে যায়। বেডরুমে এসি থাকাতে যাও কিছুক্ষণ শ্বাস নেওয়া যায়, কিন্তু রান্নাঘর দোজখখানা। বরকে সকালে নাশতা করে দিল, চা দিল। আজ দুপুরে নতুন করে রান্না করেনি। ভাত, ডাল, ডিম আর চিকেন ছিল ফ্রিজে। গতকালের খাবারগুলোই খেতে দিল বরকে। সারা দিন সংসারের হাজারটা কাজ থাকে। দুপুরে পুরোনো খাবার দেওয়াতে ওর মনও কিছুটা খারাপ।...