ইউরোপিয়ান দলবদলে কে কোথায় যোগ দিচ্ছেন? ক্লাবগুলো নিজেদের শক্তিমত্তা বাড়ানোর জন্য খেলোয়াড় কিনছে, অপ্রয়োজনীয় ঠেকলে বিক্রি করছে। করোনাভাইরাসের কারণে এবার জুনের শুরু থেকে দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হয়নি, শুরু হয়েছে জুলাইয়ের শেষ থেকে। এর মধ্যেই অনেক খেলোয়াড় দলবদল করে ফেলেছেন।