বর্ষা এলেই সুনামগঞ্জে গলার কাঁটা হয়ে উঠে সুরমা। কোন কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে দেয় পথঘাট, বিভিন্ন স্থাপনাসহ বাড়িঘর। পৌর মেয়র বলছেন, শহররক্ষা বাঁধ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, প্রকল্প তৈরি করেও দখলদারদের কারণে শহররক্ষা বাঁধ দেয়া সম্ভব হয়নি। শতাধিক বছরের সুনামগঞ্জ পৌর শহরে আতঙ্ক সুরমা নদী।