সিনহা রাশেদের বোন বললেন, এটা স্পষ্ট হত্যাকাণ্ড

মানবজমিন প্রকাশিত: ০৪ আগস্ট ২০২০, ১১:০১

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের নিহতের ঘটনায় দায়ীদের বিচার দাবি করেছেন তার পরিবার। সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গণমাধ্যমকে বলেন, এটা স্পষ্ট একটা হত্যাকাণ্ড। আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা তো ভাইকে আর বাস্তবে পাব না। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। যারা জড়িত, তাদের বিচার হোক।শারমিন জানান, তার ভাই অত্যন্ত মেধাবী ছিলেন। পরিচিতজনেরা তাকে সমস্যার সমাধানকারী হিসেবে চিনত। বিশ্বভ্রমণের প্রচ- ইচ্ছা ছিল সিনহার। সেই চিন্তা থেকেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন। চাকরি ছাড়ার পর গত দেড় বছরে ভ্রমণ পরিকল্পনা তৈরি করেছিলেন। এ বছরই চীন যাত্রার মধ্য দিয়ে সেই ভ্রমণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যেতে পারেননি। গত শুক্রবার রাতে টেকনাফে শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনার তদন্তে এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us