গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি কিটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কিটের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশের কোনও প্রতিষ্ঠানের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার করার সক্ষমতা নেই । শুধু বাংলাদেশ নয়, আমেরিকা ছাড়া পৃথিবীর কোনও দেশেই এই নীতিমালা অনুযায়ী কার্যকারিতা পরীক্ষা করেতে পারবে না। কারণ ওষুধ প্রশাসনের নীতিমালা যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) নতুন টেস্টের নিয়মের কপি। আর এটা করা হয়েছে শর্তের বেড়াজালে দেশীয় কিটকে আটকে দিয়ে বিদেশ থেকে কিট আমদানির সুযোগ করে দেওয়ার জন্য।