প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু নিয়ে মিথ্যা বলেছে ইরান। দেশটির সরকারি হিসেবে করোনায় যে মৃত্যর সংখ্যা দেখিয়েছে প্রকৃতপক্ষে তা প্রায় তিন গুণ। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি'র ফার্সি বিভাগের এক তদন্তে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে করোনায় ১৪ হাজার ৪০৫ জনের যে মৃত্যুর রেকর্ড করা হয়েছে এর বিপরীতে দেশটির সরকারের নিজস্ব পরিসংখ্যানে ২০ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে প্রায় ৪২ হাজার লোকের মৃত্যুর তথ্য দেখা গেছে।