ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। আর এই ঈদেই দেশে সবচেয়ে বেশি পশুর চামড়া ক্রয়-বিক্রয় হয়। প্রতি ঈদুল আজহায় চামড়া ক্রয়-বিক্রয় জমজমাট হলেও গত বছরসহ চলমান প্রাকৃতিক দুর্যোগকালীন ঈদে ভাটা পড়েছে এই খাতে। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও সাভারের ট্যানারি শিল্প এলাকায় জমে ওঠেনি চামড়া কেনা-বেচা। সরবরাহ কমেছে প্রায় দ্বিগুণ।সাভারের এই চামড়া শিল্প নগরী ২০০৩ সালের ১৬ আগস্ট অনুমোদন দেয় সরকার। পরে সাভারের বলিয়াপুর এলাকায় ২০০ একর জায়গা নিয়ে গড়ে ওঠে দেশের বৃহৎ চামড়া শিল্প নগরী।