হংকংয়ের ছয় গণতন্ত্রপন্থী কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ১৭:০৯
অন্যদেশে পালিয়ে যাওয়া ছয় গণতন্ত্রপন্থী কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হংকং কর্তৃপক্ষ। সম্প্রতি জারিকৃত জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন। এ ছয়জন হলেন নাথান ল, ওয়েইন চ্যান কা-কুই, হনকুয়েস লাউস, স্যামেুয়েল চু, সাইমন চেং এবং রে ওং। খবর রয়টার্স।
ওং জানান, গ্রেফতারের এ উদ্যোগই প্রমাণ করে দেয় যে, চীনা সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে হংকংয়ের গণতন্ত্রপন্থী কর্মীদের কার্যক্রম ভয় পায়। ফলে দেশটির কর্তৃপক্ষ তাদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। রয়টার্সকে তিনি আরো বলেন, আমার ধারণা তারা হংকংয়ের জনগণের