গ্রামে কোরবানির সংখ্যা কম, মাংসের জন্য শহরমুখী দুস্থরা

সময় টিভি প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ১৭:১৯

করোনা ও বন্যার কারণে সনামগঞ্জে কমে গেছে শরিকান কোরবানির তাই গ্রামের নারী, পুরুষ শিশুরা মাংসের জন্য দল বেঁধে শহরে আসছেন। শহরের হাজীপাড়া, পশ্চিমহাজীপাড়া, নুতনপাড়া, ষোলঘর, উকিলপাড়া, বনানীপাড়া, তেঘরিয়া, হাছননগরসহ সবকটি এলাকায় বিপুল সংখ্যক মানুষ এসেছেন কোরবানির মাংস সংগ্রহের জন্য।এ বিষয়ে কথা হয় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের হারিছ মিয়ার সঙ্গে। তিনি বলেন, অন্যান্যবার গ্রামে ৫ থেকে ৬ জন শরিক হয়ে কোরবানি দিতেন । এবছর বন্যা ও করোনার কারণে শরিকান কোরবানির সংখ্যা অনেক কমে গেছে। তাই গ্রামের মানুষ মাংসের জন্য ভোর বেলা থেকে শহরে এসে অবস্থান করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us