ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এক খেলোয়াড় পাকিস্তানের সাবেক অধিনায়ক ও মারকুটে অলরাউন্ডার শহিদ আফ্রিদি। অবসরের ঘোষণা দিয়েও তা প্রত্যাহার করে বারবার ফিরেছেন ক্রিকেটে। বিদ্রুপেরও কম স্বিকার হননি ২০১৬ সালে পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা আফ্রিদি। আনুষ্ঠানিকভাবে চল্লিশ বছর বয়স ছুঁয়ে ফেলেছেন তিনি।