পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ এর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

ইনকিলাব প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ০৯:০৩

বাংলাদেশের পাঠাও’র সহ প্রতিষ্ঠাতা, মেধাবী, তরুন উদ্যোক্তা ফাহিম সালেহ এর নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবিতে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের প্রাণকেনদ্র ডাইভারসিটি প্লাজায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন অব নিউইয়র্কের উদ্যোগে ও প্রবাসের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটি ও মূলধারার সংগঠন বাংলাদেশী আমেরিকান সোসাইটি সহ প্রায় ২০ টি সামাজিক, সাংকৃতিক ও ব্যবসায়ীক সংগঠনের আহবানে শনিবার বিকেলে ডাইভার্সিটি প্লাজায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পৃথিবীব্যাপি মহামারি কোভিড -১৯ পেন্ডামিক ও প্রচন্ড গরমকে উপেক্ষা করে কমিউনিটির সচেতন নাগরিকগন প্রতিবাদ সভায় অংশগ্রহন করেন। প্রতিবাদ সভার মূল বক্তব্য পাঠ করেন তরুন উদ্যোক্তা ও ইঞ্জিনিয়ার সায়েম শাহরিয়ার। ফাহিম সালেহ’র খুনিকে ফাষ্ট ডিগ্রি মার্ডারে অন্তভূক্তের দাবি জানিয়ে বক্তব্য রাখা হয়। এছাড়া ব্রুকলিন বরো প্রেসিডন্ট এরিক এডামস এই প্রতিবাদ সভায় অংশগ্রহন করে তার মূল্যবান বক্তব্য প্রদান করনে। তিনি বলেন. আমি আপনাদের এই দাবীর প্রতি পূর্ন সমর্থন জানাচ্ছি। ফাহিম সালেহ অত্যন্ত মেধাবী একজন মানুষ। তাকে যেভাবে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, এই সভ্য সমাজে তা মেনে নেয়া যায় না। আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে অপরাধী পার পেয়ে না যায়, এব্যাপারে সকলের সজাগ থাকতে হবে। খুনি যে বর্ণের হোক, সে খুনি, সে অপরাধী। আমার পক্ষে যা করা দরকার, আমি তা করব। এ সময় উপস্থিত সকলেই সঠিক বিচারের দাবিতে মূহরমুহু স্লোগান দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us