ঈদে তিনদিন বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ০৮:৫৯

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের টানা তিনদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে। তবে তিনদিনের কথা বলা হলেও মূলত বন্ধ থাকছে একদিন। বাকি দুইদিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটিতে তিনদিন আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার ও শনিবার (৩১ জুলাই ও ১ আগস্ট) সাপ্তাহিক ছুটি। এর মধ্যে ১ আগস্ট ঈদ উৎসব। পরদিন রোববার (২ আগস্ট) ঈদের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। আগামী সোমবার (৩ আগস্ট) সকাল থেকে আগের মতো আমদানি-রফতানি, কাস্টমস হাউসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us