করোনার প্রভাব সুদূরপ্রসারী হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশিত: ০১ আগস্ট ২০২০, ০৬:২৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাকে একপ্রকার বিপর্যয় আখ্যা দিয়ে বলেছেন, ভবিষ্যতে এই ভাইরাসের দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে।
সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (৩১ জুলাই) অনলাইন প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, এই মহামারির জেরে বিশ্বে যে স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে তা গত একশ বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি। আগামী কয়েক দশক এর প্রভাব বোঝা যাবে।