ভারতে ফের নিষিদ্ধ হলো ৪৭টি চীনা অ্যাপ

দৈনিক আজাদী প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ০৭:৪০

.tdi_2_c2e.td-a-rec-img{text-align:left}.tdi_2_c2e.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ভারতে নতুন করে আরও ৪৭টি চীনা অ্যাপ নিষদ্ধ করা হলো। দেশটির কেন্দ্রীয় ইলেকট্রনিঙ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, সেই নিষিদ্ধ অ্যাপগুলির একাধিক ক্লোন ভার্সনগুলো ভারতের বাজারে রয়ে গিয়েছিল। তাতে রাশ টানতেই ৪৭টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর বাংলানিউজের। এরমধ্যে রয়েছে টিকটক লাইট, হেলো লাইট, শেয়ারইট লাইট, বিগো লাইভ লাইটের মতো একাধিক অ্যাপ। তবে নিষিদ্ধ অ্যাপের পূর্ণাঙ্গ তালিকা এখনও ঘোষণা করেনি সংশ্লিষ্ট ওই মন্ত্রণালয়। তা খুব শিগগিরেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে জানা গেছে, নিষিদ্ধ অ্যাপের যে নতুন যে তালিকা প্রকাশ হতে চলেছে, তাতে একাধিক চীনা গেমিং অ্যাপ রয়েছে। একইসঙ্গে, অনলাইন শপিং আলিবাবা সহ আরও ২৫০টি চীনা অ্যাপের তালিকা তৈরি করেছে। সেগুলিও পরীক্ষা করে দেখছে ভারত সরকার। ওই অ্যাপগুলি ব্যবহারকারীদের তথ্য ও জাতীয় সুরক্ষা সংক্রান্ত কোনো বিধি লঙ্ঘন করছে কি না, তাই খতিয়ে দেখা হচ্ছে।.tdi_3_c2c.td-a-rec-img{text-align:left}.tdi_3_c2c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us