তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সদস্য কারখানাসহ দেশের ২২ শতাংশ কলকারখানার শ্রমিকরা এবারও ঈদের উৎসব ভাতা পাননি। এ ছাড়া মূল বেতন অনুসারে উৎসব ভাতা দেওয়ার কথা থাকলেও কোনো কোনো কারখানা থোক (যে যা পারে) হিসাবে ভাতা দিয়েছে। তবে এবার কোনো রকম শ্রম অসন্তোষের খরব পাওয়া যায়নি। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, আগের যেকোনো সময়ের চেয়ে সন্তোষজনকভাবে শ্রমিকরা তাঁদের উৎসব ভাতা ও মজুরি পেয়েছেন। গতকাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।