গুলশান অ্যাভিনিউয়ের সকল তার মাটির নিচে স্থানান্তর হবে
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০, ২০:৩০
আগামী ১ অক্টোবরের মধ্যে রাজধানীর গুলশান অ্যাভিনিউ (পাকিস্তান অ্যাম্বেসি হতে গুলশান শুটিং ক্লাব পর্যন্ত) এলাকার মাথার ওপরে থাকা সকল তার মাটির নিচে স্থানান্তর করা হবে। এজন্য গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সম্প্রতি গুলশানস্থ নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।বৃহস্পতিবার (৩০ জুলাই) জানা গেছে, এই কাজ বাস্তবায়ন করবে সামিট কমিউনিকেশন লিমিটেডের ফাইবার এট হোম, বাহন লিমিটেডের ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।সভায় মেয়র বলেন, ‘পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে ডিএনসিসির সকল এলাকার মাথার ওপরে থাকা তার মাটির নিচে স্থানান্তর করা প্রয়োজন।