You have reached your daily news limit

Please log in to continue


বেতন-বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারসেল

গাজীপুরে ঈদ বোনাস ও বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বুধবার (২৯ জুলাই) সকালে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় পুলিশের দুই সদস্যসহ অন্তত সাত জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার অক্সফোর্ড সার্ট লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের চলতি জুলাই মাসের ১৫দিনের বেতন পরিশোধের পূর্ব নির্ধারিত তারিখ ছিল বুধবার। পরেরদিন বৃহস্পতিবার বোনাস পরিশোধের কথা ছিল। বুধবার সকালে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের উদ্যোগ নেয়। এসময় শ্রমিকরা ঈদুল আজহার শতভাগ এবং গত ঈদুল ফিতরের বকেয়া ৫০ ভাগসহ মোট ১৫০ ভাগ ঈদ বোনাস ও চলতি জুলাইয়ের পুরো মাসের বেতন পরিশোধের দাবি জানায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন