বড় ধরনের প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে হংকং: ক্যারি লাম
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৪:৩৯
দ্রুতগতিতে বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণ হংকংকে গ্রাস করছে আর তাতে নগরীর হাসপাতাল ব্যবস্থাপনা ‘ভেঙে পড়তে পারে’ বলে সতর্ক করেছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। নগরীটি ‘বড় ধরনের সামাজিক প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে আছে’ জানিয়ে তিনি বাসিন্দাদের ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় হংকংয়ে বুধবার থেকে রেস্তোরাঁয় খাওয়া বন্ধ এবং বাধ্যতামূলক মাস্ক পরাসহ বেশকিছু বিধিনিষেধও কার্যকর হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।