রামমন্দির নির্মাণে 'সোনার ইট' দিতে চান মুঘল যুবরাজ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১১:০২
অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমিপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ৫ আগস্ট সে অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্মের বংশধর যুবরাজ হাবীব উদ্দিন টুসি। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসেবে রামমন্দির নির্মাণের জন্য একটি সোনার ইট দানের কথাও জানিয়েছেন তিনি।