করোনার প্রভাবে বিপর্যস্ত সারা বিশ্বের সিনেমাই। নেই শুটিং, বন্ধ রয়েছে সিনেমা হল। যা কিছু ছবি গেল কয়েক মাসে মুক্তি পেয়েছে তার সবই ছিলো অনলাইনে। হলে গিয়ে দলবেঁধে সিনেমা দেখার যে আনন্দ তা থেকে বঞ্চিত সবাই।তার ভিড়েই জানা গেল, এই করোনাকালীন সময়ে সিডনিতে মুক্তি পেতে চলেছে বাংলাদেশের দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘পোড়ামন ২’।ড্রাইভ ইন মুভি শোতে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুভি চললেও বাংলা সিনেমা কখনো প্রর্দশিত হয়নি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিষয়টি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে সিনেমা প্রদর্শনের নতুন প্রতিষ্ঠান বাংলা ড্রাইভ ইন মুভিস (বিডিএম)।