You have reached your daily news limit

Please log in to continue


ঈদে মাবরুর রশীদ বান্নাহর ১৪ নাটক

এই প্রজন্মের নামকরা নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। কল্পনায় তিনি দেখেন স্থান, সময়, এমনকী প্রতিটি দৃশ্যেই আনুষঙ্গিক কী কী উপাদান রয়েছে। বুঝে নেন সংলাপের অর্থ এবং গভীরতা। গল্পের মেজাজ, সূর এবং সেই মর্মেই কাস্টিং-শুটিং। সর্বোপরি, হাজারো বিষয়ের সঠিক অংক কষা এবং প্রয়োগ। শুধু নিজে বুঝলেই চলবে না, সবাইকে তা বোঝানোর দায়িত্বটিও পালন করেন সুনিপুণভাবে। প্রতিটি উৎসবেই একাধীক ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন বান্নাহ। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। এই ঈদে ১৪টি নাটক দর্শকদের উপহার দিচ্ছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন