ফরিদপুরে পদ্মার পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপরে
প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ১৫:২৯
দ্বিতীয় দফা বন্যায় ফরিদপুরের পদ্মার পানি এ বছরের মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। সোমবার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানির চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকির মুখে রয়েছে ফরিদপুর শহর রক্ষা রেড়িবাঁধ। সেখান আশ্রয় নেওয়া বন্যার্তদের সরকারি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।