আফগানিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা জানিয়েছেন ভারতের ১১জন নাগরিক, যারা ভিসা নিয়ে ভারতে এসেছেন। এরা হলেন হিন্দু ও শিখ ধর্মালম্বী। এদের মধ্যে আছেন শিখ স্থানীয় নেতা নিদান সিং সচদেব, যাকে অপহরণ করেছিল দুর্বৃত্তরা। পরে আফগান সরকারের হস্তক্ষেপে ছাড়া পান তিনি।
রোববার দুপুরে দিল্লিতে আসেন ওই ১১ জন। এদের স্বাগত জানান স্থানীয় অকালি দল ও বিজেপি নেতৃত্ব। ভারতে এসে তারা জানান কীভাবে তাদের ধর্মান্তকরণের জন্য জোর দেওয়া হত ওখানে, অনেক সময় কাফের বলে ডাকা হত। থা জানিয়েছেন ভারতের ১১জন নাগরিক, যারা ভিসা নিয়ে ভারতে এসেছেন। এরা