মহামারির এই সময় ভাইরাস কোথায় লুকিয়ে আছে আমরা কেউই তা জানি না। তারপরও প্রয়োজনের তাগিদে অনেকেই পাবলিক টয়লেট ব্যবহার করে থাকেন। এর থেকে হতে পারেন প্রস্রাবের ইনফেকশন। এই রোগটি অনেকটা অপরিচ্ছন্ন থাকার কারণেই হয়ে থাকে। এছাড়াও পাবলিক টয়লেটের জীবাণু তো রয়েছেই। যারা বেশি পাবলিক টয়লেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের ঝুঁকি অনেকটাই বেশি।
যদিও এই সমস্যাটি নারী ও পুরুষ সবারই হয়ে থাকে। তবে নারীরাই ইউরিন সংক্রমণে বেশি ভুগে থাকেন। এই সমস্যা হলে প্রস্রাবের সময় জ্বালা করে, পেটে ব্যথাসহ অনেক সময় ইউরিনের সঙ্গে রক্তও পড়ে।