দর্শকশূন্য স্টেডিয়ামে বল দেখতে পাচ্ছে না আইরিশরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১০:০৬

এই তো চলতি মাসের শুরুতে সাউদাম্পটনের আগাস বোলে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি খেলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গত কারণেই খেলা হয়েছে দর্শকশূন্য গ্যালারিতে। দুই দলের খেলোয়াড়রাই জানিয়েছে, খালি গ্যালারিতে শুরুতে খানিক সমস্যা হলেও পরে এর সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তারা। কিন্তু সমস্যায় পড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সে লক্ষ্যে সাউদাম্পটনে চলছে তাদের প্রস্তুতি। কিন্তু এক্ষেত্রে বিপাকে পড়েছে আইরিশরা। দর্শকশূন্য গ্যালারির কারণে বলই দেখতে পারছে না আইরিশ ক্রিকেটাররা। এর কারণটাও যৌক্তিক। আগাস বোলের গ্যালারির চেয়ারগুলো ক্রিম ও সাদা রঙের। ফলে সাদা ক্রিকেট বল যখন হাওয়ায় ভেসে আসে তখন চেয়ারের রঙের মাঝে মিলিয়ে যায় এবং ফিল্ডাররা ঠিক বুঝতে পারেন না বলটি আসলে কোথায় আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us