বিজ্ঞানীরা সাইবেরিয়ার তাপমাত্রা ও রাশিয়ার উপকূলজুড়ে আর্কটিক সাগরের বরফ গলে যাবার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন I বিশ্ব আবহাওয়া দপ্তর এ সপ্তাহে জানায়, সাইবেরিয়ার বহু এলাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ার রাজ্যের চাইতেও বেশি গরম অনুভূত হয়েছে I
দপ্তরটি জানায়, অভাবনীয় ও দীর্ঘায়িত গরম আবহাওয়ার কারণে আর্কটিক অঞ্চলে অগ্নি-সংযোগ ও বরফ দ্রুত গলতে শুরু করেছে I