বেসরকারি উদ্যোক্তাদের কাছে প্রস্তাব চাইবে মন্ত্রণালয়
প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ০১:১৬
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অবসায়িত পাটকলগুলো ইজারা নিতে আগ্রহী বেসরকারি খাতের উদ্যোক্তারা। এ অবস্থায় মিলগুলো কী পদ্ধতিতে চালু করা যায়, সে বিষয়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব চাইবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে একটি প্যাকেজ প্রস্তাবও প্রস্তুত করা হবে। এজন্য অংশীজনদের সঙ্গে আরো দীর্ঘ আলোচনা হবে।