চট্টগ্রামের ব্যবসায়ী আরিফ চৌধুরী চান্দগাঁওয়ের বাসায় যাওয়ার জন্য সাধারণত আখতারুজ্জামান উড়ালসড়ক (ফ্লাইওভার) ব্যবহার করেন। সেদিন ছিল ১৩ জুলাই বেলা তিনটা। লালখানবাজার থেকে মোটরসাইকেলে করে বাসার দিকে রওনা হন তিনি।
উড়ালসড়কের ২ নম্বর গেট অতিক্রম করার পর হঠাৎ গাড়ি থেকে পড়ে যান আরিফ চৌধুরী। তখনই অল্পবয়সী দুটি ছেলে সাহায্য চাওয়ার ভান করে তাঁর কাছে আসে। তিনি কিছু বুঝে ওঠার আগেই ছেলে দুটো ছুরি দেখিয়ে তাঁর মুঠোফোন, টাকাকড়ি কেড়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে সটকে পড়ে।