বাড়ির উঠানে পশুর হাট!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১২:৩০

ইজারা শর্ত ভেঙে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির সামনে হাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দুই সিটি করপোরেশনের ইজারা শর্ত অনুযায়ী ঈদের দিনসহ মোট পাঁচ দিন হাট বসানোর অনুমতি রয়েছে। তবে এরই মধ্যে বাঁশ-খুঁটি দিয়ে ইজারাদাররা হাটের বাইরে আশপাশের বাসাবাড়ির সামনেও অবস্থান নিয়েছেন। সেখানে কোরবানির পশুও রাখা হয়েছে। এ যেন বাড়ির উঠানে কোরবানির পশুর হাট! এ অবস্থায় বেশ কয়েকটি স্থানে হাট না বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ জুলাই) নগরীর উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গায় বসানো সিটি করপোরেশনের অস্থায়ী কোরবানির পশুর হাটে গিয়ে দেখা গেছে, মাঠ পেরিয়ে আশপাশের বাসাবাড়ির সামনেও পশু রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাসাবাড়ির উঠান ও পেছনের খালি জায়গাতে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। হাটটি বাতিল করতে গত ২৫ জুলাই স্থানীয় বাসিন্দারা কমলাপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধন করেছেন। পাশাপাশি ডিএসসিসি মেয়র বরাবর আবেদনও করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

১০ তলা ভবন নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি

সমকাল | মোহাম্মদপুর, ঢাকা
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us