টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত, ২ লাখ পিস ইয়াবা উদ্ধার
প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ০৮:৩০
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবির দাবি, নিহত দুজনই ইয়াবা কারবারি। গতকাল শুক্রবার ২৪ জুলাই দিবাগত মধ্যরাতে টেকনাফের লেদায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজনই রোহিঙ্গা শরণার্থী। তারা হলেন উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের আবদুস সালাম (৩৫) ও ফেরদৌস (৩০)। নিহত দুই রোহিঙ্গা শরণার্থীর কাছ থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।