মাদারীপুর জেলার বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি পেয়ে শিবচর উপজেলাসহ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে। সেই সঙ্গে নদী ভাঙনে বাড়ি, ঘর, স্থাপনা নদীতে বিলীন হচ্ছে। বিচ্ছিন্ন হচ্ছে সড়ক যোগাযোগ ফলে সার্বিক বন্যা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শিবচরের চরাঞ্চলসহ সাবেক কিছু এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়। উপজেলা চরাঞ্চলের ৬টি ইউনিয়নসহ মোট ১৯টি ইউনিয়নই এখন পানিতে প্লাবিত।