নভেল করোনাভাইরাসের প্রভাবে টানা ৬৬ দিন বন্ধ ছিল গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দপ্তর। দেশের সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রমও থেমে ছিল ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত। সংস্থাটি ১ জুন থেকে সীমিত পরিসরে কয়েকটি সেবা কার্যক্রম শুরু করে। দুই মাসের বেশি সাধারণ ছুটি ও পরে আরো প্রায় দুই মাসের সীমিত পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার পাশাপাশি চাহিদা কমে যাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে মোটরযান নিবন্ধন আগের বছরের একই সময়ের চেয়ে ৩৩ শতাংশ কমেছে।