‘আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে/ হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।’ কিংবা সোনালি কাবিন কবিতায়—‘বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল/ গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল কবুল।’ আবার—‘আম্মা বলেন, পড়রে সোনা/ আব্বা বলেন, মন দে/পাঠে আমার মন বসে না/কাঁঠালচাঁপার গন্ধে।’এমন অসংখ্য কালজয়ী কবিতা ও শিশুতোষ ছড়ার স্রষ্টা, আবহমান বাংলা ও বাঙালি ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মীর আবদুস শুকুর আল মাহমুদের ৮৫তম জন্মদিন ছিল ১১ জুলাই।